রক্তখেকো শব্দেরা
- মোঃ আব্দুল হাফিজ ১৮-০৫-২০২৪

জোঁকের মত রক্ত খায় , ভালবাসা -
নিঃশব্দে , যন্ত্রণাহীন ।
প্রেম - রক্ত খায় উকুনের মত , সাথে যন্ত্রণাদায়ক চুলকানি ।
পরিণয় - রক্ত খেয়ে রাজত্ব করে শিরা - উপশিরায় ।
বন্ধুত্ব , আসে চমৎকার এক পরিকল্পনা নিয়ে ,
শেষে মগজে বিচরণ করে এবং মাথার রক্ত খায় ;
তবুও মানুষ বাঁচেনা তাদের ছাড়া ।

বেনাপোল
০৭ বৈশাখ ১৪২৪

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।